বর্তমান প্রতিদিন ডেস্ক:
ভারতের গুজরাট প্রদেশের সবরকাঁথা জেলার গাম্ভোই নামক গ্রামে এক নবজাতক কন্যাশিশুকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে কন্যাশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন এক কৃষক।
কৃষক জানান, নবজাতক কন্যাশিশুকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। সে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পায়। কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাননি। তখনি হঠাৎ চোখে পড়ে মাটির নিচ থেকে এক শিশুর হাত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাটি খুঁড়তেই দেখতে পেলেন একটি নবজাতক শিশু।
তখনি তিনি শিশুটিকে উদ্ধার করে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। শিশুটির শ্বাসকষ্ট সমস্যা দেখা গিয়েছে। মাটির মধ্যে আটকে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার।
মন্তব্য করুন