নিজস্ব প্রতিনিধি:
ভোজ্যপন্য ও তেলের দাম ঊর্ধ্বগতি হওয়ায় কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ মে ) সকালে কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিদপ্তর এর একটি টিম বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে।
এসময় ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করে ৮হাজার ৩শত ৬৪ লিটার তেল উদ্ধার করে। এবং সয়াবিন তেলের দামের মূল্য চার্টে না লেখায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে। উদ্ধারকৃত তেল পূর্বের দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয় ভোক্তা অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কৃষি বিপণন অধিদপ্তর অফিস সহকারি আব্দুর রহিম ও জেলা পুলিশের টিম।
মন্তব্য করুন