বর্তমান প্রতিদিন ডেস্ক:
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায়ই জানালেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ রোববার (১৭জুলাই) উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তামিম এই সিদ্ধান্ত জানিয়েছেন।
তামিম ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট থেকে অনেক দিন ধরেই দূরে আছেন। খেলেননি গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া বিশ্বকাপেও। এরপর তিনি জানিয়েছিলেন, অন্তত ছয় মাস দূরে থাকতে চান টি-টোয়েন্টি থেকে। এবার শেষমেশ অবসরের ঘোষণাই দিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
দেশসেরা এই ওপেনার আজ তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
উল্লেখ্য, এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আর এই সকল ম্যাচের মধ্যে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম।
মন্তব্য করুন