বর্তমান প্রতিদিন ডেস্ক:
লিটন দাস আগে নিজের রেকর্ডই ছুঁয়েছিলেন। টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে ১২তম অবস্থানে এসেছিলেন তিনি। এবার নিজেকে ছাড়িয়ে একধাপ এগিয়ে গেলেন লিটন দাস। দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যাটার হিসেবে সেরাদের মধ্যে ১১তম অবস্থানে উঠে এসেছেন লিটন।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে লিটন ৭০১ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। তার পেছনে আছেন উসমান খাজা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো বড় বড় তারকারা।
মন্তব্য করুন