বর্তমান প্রতিদিন ডেস্ক:
আগামী জুনেই ঢাকায় আসবেন মেসি-দি মারিয়ারা। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩ইং) বাফুফে সুত্রে এমনটাই জানা যায়। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বাফুফে সূত্র জানায়, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।
জানা যায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে ম্যাচটি। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।
ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও বাফুফে আলোচনা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হবার প্রস্তাব দেওয়া হবে।
গত (৯ জানুয়ারি ২০২৩ইং) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আলবিসেলেস্তেদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। তখন বাফুফে প্রধান জানান, লিওনেল স্কালোনির শিষ্যদের বাংলাদেশে আনতে প্রায় ১০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় শতকোটি টাকার বেশি খরচ হতে পারে।
মন্তব্য করুন