খেলাধুলা

ভারতে পৌঁছেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম


প্রকাশিত : রবিবার, ২০২৩ মে ০৭, ১২:১৯ অপরাহ্ন
ভারতে পৌঁছেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম

বর্তমান প্রতিদিন ডেস্ক:

হুইল চেয়ারে বসে চার-ছক্কা মারতে ভারত যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল। আগামী ৭, ৮ ও ৯ মে কলকতার এনকেডিএ স্টেডিয়ামে ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা। আগামী ১১ মে তারা দেশে ফিরবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন হুইলচেয়ার ক্রিকেট দলটি তৈরি করেছে। ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে  শনিবার সকালের বিমানে ঢাকা থেকে ভারতের কলকাতায় পৌচেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম । 

ডিডিএফ সূত্রে জানা গেছে, আগামী ৭, ৮ ও ৯ মে কলকতার এনকেডিএ স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ইন্ডিয়া হুইল চেয়ার ক্রিকেট বাইলিটারেল (দ্বিপাক্ষিক) সিরিজ ২০২৩ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টির তিন ম্যাচের দ্বিপাক্ষিক এই সিরিজে ব্রাহ্মণবাড়িয়ার ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে ভারতের দিল্লির হুইল চেয়ার ক্রিকেট দল অংশ নেবেন। ব্রাহ্মণবাড়িয়ার ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দলের ১২ জন খেলোয়াড়সহ ২৫ জন শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওয়ানা হবেন। এ উপলক্ষে শুক্রবার বেলা ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দল গঠন করে প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লি-২০১৭ সালে এই দল ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইল চেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল। ২০১৭ সালের ১১ এপ্রিল ভারতের হুইল চেয়ারের ক্রিকেট দলের সঙ্গে খেলে তারা জয়ী হয়।

ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ জানান, ভারত থেকে আমন্ত্রণ পাওয়ার পর খেলার সরঞ্জাম ও হুইল চেয়ার এবং ক্রিকেট খেলার অনুশীলন নিয়ে তাঁরা অনেক পরিশ্রম করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ভারত সফরের বিমান ভাড়া বাবদ তিন লাখ টাকা দিয়েছেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ, স্বপ্ন তরী নামের একটি সংগঠন ও আবদুল মালেক নামে এক ব্যক্তি তাদেরকে অর্থের জোগান দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করেছেন। 


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video