বর্তমান প্রতিদিন ডেস্ক:
সৌদি আরবের বিপক্ষে আজ (২২ নভেম্বর) প্রথম ম্যাচে মাঠে নামতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে প্রথম আর্জেন্টাইন হিসেবে নতুন এক রেকর্ড গড়া হয়ে যাবে মেসির।
পঞ্চমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি টানা পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো আর্জেন্টিনার হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছিলেন।
৩৫ বছর বয়সী মেসির হতে পারে এটাই শেষ বিশ্বকাপ। উল্লেখ্য, গত বছর তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন। এমনকি ২০১৪ সালে বিশ্বকাপ ছোঁয়ারও দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। কিন্তু জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।
মন্তব্য করুন