বর্তমান প্রতিদিন ডেস্ক:
এবারের এশিয়া কাপ নিয়ে বেশ বড় স্বপ্নই রয়েছে বাংলাদেশের।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, উইকেট দেখে তার মনে হয়েছে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে প্রতিপক্ষকে বড় রানের চ্যালেঞ্জ দিতে চান তারা।
তবে টস হেরেও মন খারাপ নয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। আগে বোলিংই নিতে চেয়েছিলেন তিনি।
এ ম্যাচে অভিষেক হচ্ছে উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিমের।
গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই বেশ উত্তাপ ছড়িয়েছে। দুই দলের এই লড়াইকে অনেকে ‘দ্বৈরথ’ হিসেবেও দাঁড় করিয়েছেন। যদিও ম্যাচের আগের দিন দু দলের অধিনায়কই বলেছেন উল্টো কথা।
এখন পর্যন্ত এশিয়া কাপে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই ভারি, ১২ ম্যাচে জিতেছে তারা। যদিও বাংলাদেশের তিন জয় এসেছে শেষ ম্যাচে। ওয়ানডেতে এখন অবধি ৫১ বারের দেখায় ৪০টি জিতেছে শ্রীলঙ্কা, টাইগারদের জয় নয়টিতে।
মন্তব্য করুন