বর্তমান প্রতিদিন ডেস্ক:
চট্টগ্রাম জেলার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিজান উদ্দীন (৩৪) নামে এক যাত্রীকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।
যাত্রী মিজান দুবাইয়ের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটে ২২ জুলাই সকাল সোয়া ৭টার দিকে শাহ আমানত বিমানবন্দরে পৌছান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন কাঞ্চনপুর মানিকপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানিয়েছেন, তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটে আসা এক যাত্রীকে তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারের ওজন এক কেজি ৩৯৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন