বর্তমান প্রতিদিন ডেস্ক:
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী
জব্বারের বলী খেলা আগামী ২৫ এপ্রিল অর্থ্যৎ ১২ বৈশাখ জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে। আর এই বলী খেলাকে ঘিরে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে মেলা।
আজ শনিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের বহদ্দারহাটের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।
সংবাদ সম্মেলনে (চসিক) মেয়র বলেন, মেলা কমিটির লোকজনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয়েছে আগামী ১২ বৈশাখ বা ২৫ এপ্রিল লালদিঘীর পাশের জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা। আর ২৪, ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে মেলা। বলী খেলার জন্য বালি দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে।
উক্ত সংবাদ সম্মেলনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক সওকত আনোয়ার বাদলসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন