বর্তমান প্রতিদিন ডেস্ক:
যশোর জেলার সদরে নিজেদের মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে চাচাতো ভাই-বোন দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই ২০২২ইং) সকাল ৭টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (০৪) এবং কামাল হোসেনের আপন ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (০২)।
স্থানীয়দের থেকে জানা যায়, রোববার (১৭জুলাই) সকালে কামাল হোসেন ট্রাক নিয়ে কাজে বের হওয়ার উদ্দেশে ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় উঠার চেষ্টা করছিলেন। এ সময় তায়িবা ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং ট্রাকের নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, শিশু দুইটি ট্রাকের নিচে চাপা পড়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন