বর্তমান প্রতিদিন ডেস্ক:
টাঙ্গাইল জেলার কালিহাতীতে মানসিক প্রতিবন্ধী ছেলে তার বাবাকে নিজেই মেরে ফেলেছে। গতকাল সোমবার (০১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পুলিশ ছেলে রাশেদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে। নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত ওসি মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎই কুড়াল দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায়, সে তার বাবাকে মেরে ফেলেছে। বিষয়টি মাইকে প্রচার করার জন্য বলে।
এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার করে এবং রাশেদকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন