বর্তমান প্রতিদিন ডেস্ক:
ঢাকা রাজধানীর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক পরিদর্শকের বিরুদ্ধে মিনিস্ট্রি অডিটের নামে ২০০ জন শিক্ষক-কর্মচারীর একমাসের বেতন যার পরিমান অর্ধকোটি টাকা ঘুস হিসেবে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১২ মে ২০২২ইং) অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও মো. আবুল কালাম আজাদের সমন্বয়ে গঠিত একটি টিম এই অভিযানটি পরিচালনা করেছেন।
দুদক এনফোর্সমেন্ট টিম সরেজমিনে শিক্ষা ভবন পরিদর্শন করেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত পরিচালকের অনুপস্থিতিতে যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের সঙ্গে অভিযোগের সত্যতা নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে রেকর্ডবই সংগ্রহ করে, কোনো প্রকার ঘুস লেন-দেন করা হয়েছে কি না তা যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন দুদক টিম।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট গতকাল বৃহস্পতিবার ৮টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে ৩টি অভিযান ছিল বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ দপ্তর।
মন্তব্য করুন