জেলা সংবাদ

সাতক্ষীরাতে যুবদের কাইমেট স্ট্রাইক পালন


প্রকাশিত : শনিবার, ২০২৩ সেপ্টেম্বর ১৬, ০৪:০২ অপরাহ্ন
শ্যামনগর প্রেসকাবের সামনে যুবদের গ্লোবাল কাইমেট স্ট্রাইক

শুক্রবার সকালে “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ কর) শ্লোগানকে নিয়ে বিভিন্ন যুব সংগঠন একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সাতক্ষীরার শ্যামনগর প্রেস কাবের সামনে জলবায়ু ধর্মঘটে অংশগ্রহন করে।

সরকারী পর্যায়ের বিনিয়োগকারী ব্যাংকগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহবান জানায়। জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ও জনগনকে সচেতন করতে একশনএইড বাংলাদেশের সহায়তায় শ্যামনগরের  পিপীলিকা ইয়ুথ টিম ও রংতুলি ইয়ুথ টিম সহ সারা বাংলাদেশের এক্টিভিস্তা নেটওয়ার্ক এর  ৩০ টিরও বেশি যুব সংগঠনের হাজার হাজার  তরুণ এই গ্লোবাল কাইমেট স্ট্রাইকে অংশ নেয়।

এসময় তরুণরা দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। তাদের প্লাকার্ডগুলোতে প্রকাশ পায় পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তুলার আকুতি। প্লাকার্ডে তাদের প্রতিবাদের অরে লেখা দাবি জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর, নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি করা, জলবায়ু সুবিচার চাই, ইত্যাদি প্রকাশ পায়।তাছাড়াও যুবরা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানীতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে, তাদের নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আমাদের এই পৃথিবীকে ধ্বংস করছে। 

আমরা বাংলাদেশের তরুণরা তাই সর্বোচ্চ কার্বণ নির্গমনকারী আর্থিক প্রতিষ্ঠান ও দেশগুলির কাছে অবিলম্বে জীবাশ্ম-তহবিল বন্ধ করাসহ জলবাযু সংকটের কারণে ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলির জন্য লস এন্ড ডেমেজ এ অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে জীবাশ্ম জ্বালানির কোম্পানি ও বাণিজ্যিক কৃষির মত এরিয়াগুলোতে বিনিয়োগ বন্ধের দাবি জানাচ্ছি।

জলবায়ু বিষয়ে জনগণ ও নীতিনির্ধারকদের সুবিবেচনার জন্য স্ট্রাইকের বিকল্প নেই বলে জানান একশনএইড বাংলাদেশের একজন তরুণ এক্টিভিস্টা।  জলবায়ুকর্মীরা বলেন, “প্রতি বছর উপকূলীয় অঞ্চলে পানি বাড়ছে এবং আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়ছে। ভবিষ্যত প্রজন্ম ও বাসযোগ্য পৃথিবীর জন্য টেকসই উন্নয়ন ওনবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা বাঞ্চনীয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video