বর্তমান প্রতিদিন ডেস্ক:
দীর্ঘ ১৩ বছর পর যাবজীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী আনারুল কে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলার কালাই থানার পুলিশ।
কালাই থানার পুলিশ সূএে জানা যায় যে ৩১/ ৭/ ২০১০ তারিখে আসামি আনারুল (৩৫) আব্দুল ওয়াহেদকে মোবাইলের কিনে দেয়ার জন্য বাড়ি থেকে রাতের ডেকে নিয়ে যায়। পরে দুই বন্ধুর মধ্যে মোবাইল নিয়ে ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে আনারুল তার বন্ধু মাথার পিছনে জোরালো ভাবে আঘাত করে। ফলে ওয়াহেদ সেখানেই মৃত্যুবরণ করে।
পরের দিন ওয়াহেদের পরিবার থানায় এসে অভিযোগ করলে থানা থেকে দেওয়া তথ্য সূএে জয়পুরহাট জেলা দায়রা জজ তাকে যাবৎজীবন কারাদণ্ড ও ২০,০০০ হাজার টাকা জরিমানা সহ অনাদায় এক বছর সশ্রম কারাদণ্ড রায় প্রদান করে।
মামলার রায় হওয়ার পর থেকে আসামি আনারুল পলাতক ছিলেন ।
পরবর্তীতে তাকে আটক করার জন্য কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারীর দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ২১আগস্ট তারিখে এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শাহাজানে সঙ্গীয় ফোর্সের মাধ্যমে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জনান কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী ।
গ্রেফতার করার পর আনারুল কে আইনের প্রক্রিয়ায় তাকে জয়পুরহাট জেলায় প্রেরণ করা হয়।
মন্তব্য করুন