বর্তমান প্রতিদিন ডেস্ক:
চলতি মৌসুমে আগামী ৩১ মে ২০২২ইং পর্যন্ত ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা। এ সময়ের মধ্যে সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ থেকে আসা মুসল্লিরা ওমরাহ পালন করতে পারবেন।
শুক্রবার (৬/৫/২০২২ইং) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্লাটফর্মে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
মন্তব্য করুন