বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশের টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ১৮, ০৭:৪৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

আক্ষেপ নিয়ে সাকিব আল হাসান আর তৌহিদ হৃদয় ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন। তবে এই আক্ষেপ বাদ দিলে বাংলাদেশের ওয়ানডেতে এর চেয়ে সুন্দর দিন আর আসেনি টাইগারদের।


সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশ বোলারদের উড়িয়ে দিয়ে ওয়ানডেতে ৮ উইকেটে তুলেছে ৩৩৮ রান এতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ।


এর আগে বাংলাদেশের টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল ৩৩৩ রানের। ২০১৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করতে গিয়ে এই সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যদিও ম্যাচটিতে জিততে পারেনি বাংলাদেশ টাইগাররা, অসিরা এর আগেই ৩৮১ রানের পাহাড় গড়ে বসে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video