ইমাম হোসেন ফয়সাল:
“আমরা আছি আপনার পাশে, সময়ে দুঃসময়ে” এই পতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্মৃতিশীল রাখতে
কুমিল্লায় বাজার মনিটরিং টিমের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায়, রাজগন্জ বাজারের দুধ, মদি, ফল, মাংস ও কসমেটিক্স দোকানে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম ।
উক্ত বাজার মনিটরিং অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানকে পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, কসমেটিক্সের গায়ে আমদানীকারকের স্টিকার ও এমআরপি দেখে ক্রয়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ওজনে কারচূপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে।
মন্তব্য করুন