বাংলাদেশ

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু ২৮ মে


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ মে ২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু ২৮ মে

বর্তমান প্রতিদিন ডেস্ক:

গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, ২৮ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করছে। প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত। 

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭টি গ্যালারিতে চলবে প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে স্থান পাবে চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, মৃৎশিল্প, কারুশিল্পসহ ১১টি মাধ্যমের ৩০১টি শিল্পকর্ম। এ বছর প্রদর্শনীতে একজন শিল্পীকে দেওয়া হবে গ্র্যান্ড পুরস্কার, যা ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২৩’ শিরোনামেই প্রদান করা হবে। এ পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা। 

রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video