বর্তমান প্রতিদিন ডেস্ক:
সিনেমাপ্রেমীদের মধ্যে কেউ কেউ এখনো কাঁধ বাঁকিয়ে দেয়ার চেষ্টা করছেন পুষ্পার সেই পোজ। মাস কয়েক আগেই ভারতের তেলেগু সিনেমা ইতিহাসে ‘পুষ্পা: দ্য রাইজ’ অবিস্মরণীয় এক ঝড় তুলেছিল।
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে অবাক করার মতো ব্যবসা করেছিল। ২৫০ কোটি রুপি খরচে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ৩৬৫ কোটি রুপির বেশি আয় করে।
পুষ্পার গল্পটা কিন্তু শেষ হয়ে যায়নি। অবৈধ লাল চন্দনের ব্যবসার মাধ্যমে বাজারে পুষ্পার উত্থান দেখানো হয়েছে সিনেমাটিতে। বাকি রয়ে গেছে তার শাসনের গল্প। তাই এবার আসছে ‘পুষ্পা: দ্য রুল’। শোনা যাচ্ছে, আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে, ‘পুষ্পা ২’ সিনেমা নিয়ে নির্মাতা ও প্রযোজকরা অনেক বড় পরিকল্পনা সাজাচ্ছেন। এর বাজেট ধরা হচ্ছে ৪০০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৪৫০ কোটি টাকারও বেশি!
এত বড় বাজেট শুনে অনেকে ধারণা করতে পারেন, হয়ত বলিউডের কোনো সুপাস্টারকেও দেখা যাবে ‘পুষ্পা ২’তে। কিন্তু না, বলিউড তারকা ছাড়াই মোটা অংকের টাকা ঢালতে যাচ্ছেন প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ বছরের জুলাইয়ের মধ্যেই শুরু হবে ‘পুষ্পা ২’র শুটিং। বর্তমানে জোরউদ্দমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। নির্মাতা সুকুমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাজাচ্ছেন সিনেমাটির চিত্রনাট্য। আগামী বছরের জানুয়ারির মধ্যেই শুটিং শেষ করার আশা তাদের। এরপর দীর্ঘ চার মাস সময় নিয়ে হবে পোস্ট প্রোডাকশন। সম্পাদনা, ডাবিং, ভিএফএক্সে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতা সুকুমার কিংবা আল্লু অর্জুন কেউই।
মন্তব্য করুন