বর্তমান প্রতিদিন ডেস্ক:
গায়িকা বিয়ন্সে সম্প্রতি দুবাইতে একটি কনসার্ট করেছেন। আর সেই কনসার্টের জন্য তিনি কত টাকা নিয়েছেন তা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন!
দুবাইয়ের বিলাসবহুল হোটেল আটলান্টিস দ্য রয়্যালে অনুষ্ঠিত এই কনসার্টের জন্য ২ কোটি ২৪ লাখ ডলার নিয়েছেন গায়িকা বিয়ন্সে। যা বাংলাদেশি টাকায় ২৫৩ কোটি টাকার বেশি!
সূত্র থেকে জানা যায়, গত শনিবার (২১ জানুয়ারি) দুবাইয়ের ওই বিলাসবহুল হোটেলে পারফর্ম করেন বিয়ন্সে। এদিন গায়িকা হাজির হয়েছিলেন হলুদ গাউনে। কনসার্টটিতে গায়িকা পারফর্ম করেন তার আলোচিত গান ‘ব্রাউন স্কিন গার্ল’। যে গানে মায়ের সঙ্গে পারফর্ম করেন বিয়ন্সের এগারো বছর বয়সী কন্যা আইভি কার্টারও।
৪১ বছর বয়সী গায়িকার কনসার্টটিতে অবশ্য সাধারণ ভক্তদের প্রবেশের সুযোগ ছিল না, হাজির ছিলেন কেবল আমন্ত্রিত বিশেষ অতিথিরাই।
মন্তব্য করুন