বিনোদন

এ যেন অন্য উত্তম কুমার


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ সেপ্টেম্বর ০১, ০৫:৩৮ অপরাহ্ন
এ যেন অন্য উত্তম কুমার

বর্তমান প্রতিদিন ডেস্ক:

তিনি চলে গেছেন বহু বছর আগে কিন্তু আজও বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত মহানায়ক উত্তম কুমার। যাকে রুপোলি পর্দায় দেখতে ভিড় জমাতো হাজার হাজার মানুষের। মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর অভিনয় দেখতেন আট থেকে আশি। 

সেই উত্তম কুমারকে ফের একবার নতুন অবতারে ফুটিয়ে তোলা হল এআই কল্পনায়। সুদর্শন নায়কের এমন রূপ দেখে বিস্মিত বাঙালি জনগণ। এ যেন এক অন্য মহানায়ক। সম্প্রতি মহানায়ক উত্তম কুমারের এই এআই ছবি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবি বানিয়েছেন পায়াব্রত রায়, তিনি তার ফেসবুক প্রোফাইলে এই ছবিগুলি শেয়ার করেছেন। কৃত্রিম কল্পনায় বাঙালির প্রিয় নায়ককে এমন রূপে দেখে অবাক সবাই, মুহূর্তে তাঁর সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

এ কথা ঠিক, উত্তম কুমারের ক্যারিশমা বা তাঁকে স্বচক্ষে দেখার সুযোগ পায়নি বর্তমান জেনারেশন। কিন্তু তার ছবির রেশ এখনও বয়ে বেড়াচ্ছে সিনেমাপ্রেমীদের মনে। যার হয়ত নেই কোনো বয়স।

উত্তম কুমারের অভিনয়ের স্টাইল, ডায়ালগ, মুখের ভঙ্গি এখনও মুগ্ধ করে সবাইকে। তাই তো তার ছবির পুরনো ক্লিপ দেখলে সেই সুযোগ হাতছাড়া করেন না কেউই। রোমান্টিসিজমের চূড়ান্ত নিদর্শন তিনি, আজ তিনি না থাকলেও তার সৃষ্টি করা ছবি আপামর বাঙালির মনে অমলিন।

১৯২৬ সালের ৩সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উত্তম কুমার। আসল নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেতা হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। উপহার দিয়েছেন সপ্তপদী, অগ্নিপরীক্ষা, অ্যান্টনি ফিরিঙ্গি, নায়ক, চৌরঙ্গী, চিড়িয়াখানা, সন্ন্যাসী রাজা, হারানো সুর-এর মতো কালজয়ী সিনেমা।

১৯৭৫ সালে ভারত সরকারের তরফে মহানায়ক সম্মান দেওয়া হয় তাঁকে। জীবনকালে পেয়েছেন জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার, বিএফজেএ পুরস্কার। 

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় বাংলা সিনেমায় রাজ করার পর ১৯৮০সালে ২৭ জুলাই মারা যান উত্তম কুমার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video