বর্তমান প্রতিদিন ডেস্ক:
জনপ্রিয় নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে ২০২৩ইং) দুপুরে রাজধানীর এফডিসিতে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয় এই নায়কের মৃতদেহে কফিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের মৃতদেহে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সোয়া ১টার দিকে এফডিসিতে আনা হযয়েছে।
এফডিসিতে নায়ক ফারুকের মৃতদেহে শ্রদ্ধা জানান কাজী হায়াত, সোহেল রানা, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।
মন্তব্য করুন