বর্তমান প্রতিদিন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়ার বিরুদ্ধে কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩ইং) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় তার স্ত্রী লিখিত অভিযোগ করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আরজে কিবরিয়ার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে মনে হয়। তবে এটা এত বড় সমস্যা নয়।
এ বিষয়ে জানার জন্য আরজে কিবরিয়ার মুঠোফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন