বর্তমান প্রতিদিন ডেস্ক:
বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টে ১২ দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ ও আর্জেন্টিনা । এই গ্রুপের বাকি চার দল হচ্ছে- ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যালয়ে রোববার সকালে টুর্নামেন্টের গ্রুপিং নির্ধারিত হয়। ৬টি করে দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করে দেওয়া হয়। প্রতি দল পাবে পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ । শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, তৃতীয় আসরেও শিরোপাতেই নজর থাকবে বাংলাদেশের। এর আগে, বঙ্গবন্ধু কাপ কাবাডির গত দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জয়।’
গত দুই আসরের চেয়ে তৃতীয় আসর আরও শক্তিশালী হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।
গ্রুপ এ : আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।
গ্রুপ বি : কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।
মন্তব্য করুন