বর্তমান প্রতিদিন ডেস্ক:
বিগত কয়েক মাসে কলকাতায় একের পর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এবার মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
তিনি কেরালার কক্কড়ে থাকতেন। তার নাম সারথ চন্দ্রন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিনেতা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেটা এখনো অজানা।
এদিকে অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে যাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
সুইসাইড নোট পাওয়ার পরই পুলিশ ধারনা করছে, সারথ আত্মহত্যা করেছেন। আশেপাশের মানুষেরা জানায়, ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদে ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার মধ্যে বিষয়টি দেখা গিয়েছিল।
উল্লেখ্য, সারথ চন্দ্রন কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমাও।
মন্তব্য করুন