বর্তমান প্রতিদিন ডেস্ক:
বলিউডের অন্যতম সুদর্শন এবং স্টাইলিশ হিরো ঋত্বিক রোশন জীবনের ৪৯ বছরে পা রাখলেন। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) তার জন্মদিন। আর এই বিশেষ দিনেই জানা গেল অভিনেতার বিয়ের খবর।
প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গেল কয়েক মাস যাবত গায়িকা সাবা আজাদের সঙ্গেই ঋত্বিকের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। রীতিমতো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋত্বিক-সাবা।
ঋত্বিক নিজেও এই প্রেমিকাকে লোকচক্ষুর আড়ালে রাখেননি। ইতোমধ্যেই নতুন ফ্ল্যাট কিনে লিভ ইনও শুরু করেছেন তারা দুজনে। এবার খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে তাদের!
অভিনেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, সাবার সঙ্গে ভীষণ খুশি তিনি। এছাড়া ঋত্বিকের দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে।
সূত্র থেকে শোনা যাচ্ছে, এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে ঋত্বিক-সাবার হাতে। বছর শেষেই কাজের চাপ হালকা হতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে।
মন্তব্য করুন