বর্তমান প্রতিদিন ডেস্ক:
স্প্যানিশ লা লিগা মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাতলেতিক বিলবাও। লা লিগার পয়েন্ট তালিকায় কাতালানরা ১-০ গোলে জিতে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল।
ম্যাচের শুরু থেকেই বিলবাওয়ের মাঠে আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে উভয় দল। ৩২তম মিনিটে বিলবাও প্রথম পরীক্ষা নেয় বার্সার গোলরক্ষকের। বিলবাওর জন্য দেওয়াল হয়ে দাঁড়ান টের স্টেগানও। বার্সার ব্রাজিলীয় তারকা রাফিনহা প্রথমার্ধের যোগ করা সময়ে বিলবাওয়ের জালে বল পাঠান । সতীর্থ সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ করেও ম্যাচের ফল বদলাতে পারেনি বিলবাও। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দুইয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ৫৬ । ৩৩ পয়েন্ট নিয়ে বিলবাওয়ের অবস্থান নবম।
মন্তব্য করুন