বিশ্ব

রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত : বুধবার, ২০২৩ মার্চ ১৫, ০৫:১২ অপরাহ্ন
রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাষ্ট্র

বর্তমান প্রতিদিন ডেস্ক:


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়  রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করেছে । বুধবার দুপুরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপস্থিত হয়ে কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধবিমানের ধাক্কায় মার্কিন ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাকে তলব করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, ‘রুশ রাষ্ট্রদূত  এলে আমরা কড়া অভিযোগ দেব। রুশ যুদ্ধবিমান যা করেছে, তা একদমই অনিরাপদ ও অপেশাদার আচরণ। এরই মধ্যে মস্কোতে  মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া বার্তা দিয়েছেন।’

 রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সাংবাদিকদের জানান, যা ঘটছে ইউরোপের পূর্ব অংশে , তা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।  


মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার  রুশ সুখোই-২৭ জেট বিমানের সঙ্গে  মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধাক্কা লাগে। ফলে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে ড্রোনটি ।

পেন্টাগনের ইউরোপিয়ান কমান্ড রুশ বিমানবাহিনীর এই হামলাকে ‘বেপরোয়া আচরণ’ বলেছে ।

মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা জেনারেল জেমস বি হেকার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এমকিউ–৯ উড়োজাহাজটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযানে ছিল। তখন সেটিকে আঘাত করে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এর ফলে ড্রোনটি বিধ্বস্ত হয়। বলতে গেলে এটি রাশিয়ার একটি অনিরাপদ ও অপেশাদার পদক্ষেপ।’


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video