ব্রেকিং নিউজ

এক নারীর পেটে ৫৫টি পেন্সিল ব্যাটারি!

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২১, ০১:৪৩ অপরাহ্ন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

পেটের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এক নারী। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তারের চোখ রীতিমতো কপালে! এক্স-রে রিপোর্টে দেখা গেছে ৬৬ বছর বয়সী ওই নারীর পেটে ৫৫টি পেন্সিল ব্যাটারি।


জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনের সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি হসপিটালে। তবে ঠিক কী কারণে ওই নারী এতগুলো ব্যাটারি খেয়ে ফেলেছেন বা সেগুলো কীভাবে তাঁর পেটে গেছে, তা বলা হয়নি।


ডাক্তাররা আশা করেছিলেন স্বাভাবিক উপায়ে সেগুলো বের হয়ে যাবে পেট থেকে। আইরিশ মেডিকেল জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওই নারী প্রথম সপ্তাহে পাঁচটি ‘এএ’ ব্যাটারি বের করতে সক্ষম হয়েছিলেন স্বাভাবিক উপায়ে। কিন্তু অন্যগুলো আটকে গিয়েছিল।


ডাক্তাররা বুঝতে পেরেছিলেন, ওজনের কারণে ব্যাটারিগুলো পিউবিক হাড়ের ওপরে ঝুলছে। তখন তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রপচারের পর ৪৬টি ব্যাটারি বের করতে সক্ষম হন ডাক্তাররা। চারটি ব্যাটারি তাঁর মলাশয়ের ওপরের হাঁড়ে আটকে যায়। পরে ডাক্তাররা ওই চারটি ব্যাটারিকে মলদ্বার দিয়ে নিয়ে আসতে পেরেছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video