ব্রেকিং নিউজ

কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, অবশেষে স্বামী গ্রেফতার

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৮, ০১:০৬ অপরাহ্ন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

কক্সবাজার জেলার কলাতলী এলাকার সী আলিফ হোটেল থেকে পর্যটক মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে’র স্বামী দুলাল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


মোল্লা শাহিন জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এর আগে গতকাল শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।


সী আলিফ হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video