ব্রেকিং নিউজ

কাশ্মির থেকে ৪ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে বাংলাদেশে এক তরুণী

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৯, ০১:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ভারতের কাশ্মির থেকে ৪ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন সাবিতা মাহাতো নামে এক তরুণী। তিনি ঘুরে দেখবেন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা।


শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভ্রমণ পিপাসু সাবিতা মাহাতো। তিনি ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশর এলাকার বাসিন্দা। সদ্য গ্রাজুয়েশন শেষ করা শিক্ষার্থী সাবিতা মাহাতোর বয়স মাত্র ২৮ বছর। বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো তার নেশা। সেই নেশা থেকেই নিজ দেশের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ঘুরে দেখতে সাইকেল চালিয়ে এসেছেন। লক্ষ্য ঘুরে দেখবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলো।


এ বিষয়ে সাবিতা মাহাতো বলেন, ভারত এবং বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। বন্ধু দেশ হিসেবে আমি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে জানতে চাই। আমি বাংলাদেশের বিভিন্ন সাইকেল রাইডারদের সাথে আগে যোগাযোগ করেছি। তারা বাংলাদেশ ঘুরে দেখতে আমাকে সহযোগিতা করবেন। বাংলাদেশে ১০ থেকে ১২ দিন অবস্থান করার ইচ্ছা আছে। ভালো লাগলে আরো বেশিদিন থাকবো।


এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ওসি বদিউজ্জামান বলেন, বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে তিনি বাংলাদেশের জয়পুরহাট জেলার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে একদিন থাকার পর ঢাকার উদ্দেশে যাবেন তিনি। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video