ব্রেকিং নিউজ

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ এপ্রিল ২৮, ০২:১৩ অপরাহ্ন
কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লার আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বেলুন ও কবুতর উড়িয়ে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উক্ত আলোচনা সভায় কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন , বিশেষ জজ বেগম সামসুন্নাহার, নারী ও শিশু দমন ট্রাইবুনাল ৩ এর বিচারক মোয়াজ্জেম হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী আহসান উল্লাহ খন্দকার ও সেক্রেটারী মো: আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক মো: শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান , সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, কুমিল্লা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে কর্মরত জেলা জজ পদমর্যাদার বিজ্ঞ বিচারক বৃন্দ, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিভিন্ন পর্যায়ের বিচারক বৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।



আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video