নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাগিচাগাঁও এলাকা থেকে প্রায় ২,১১,২০০ (দুই লক্ষ এগার হাজার দুইশত) পিস ভারতীয় আতশবাজীসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাগিচাগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ২,১১,২০০ (দুই লক্ষ এগার হাজার দুইশত) পিস ভারতীয় আতশজবাজী’সহ একজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারি হলোঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের মৃত শাহজাহান মিয়া এর ছেলে মোঃ খলিল মিয়া (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন