ব্রেকিং নিউজ

কুমিল্লায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ ফেব্রুয়ারী ২১, ০১:০৭ অপরাহ্ন
কুমিল্লায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আব্দুল মোতালেব নিখিল :

একুশের প্রথম প্রহরে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহন করেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অর্পনা বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখি, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তারসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video