বিপ্লব চত্রুবর্ত্তী:
"আমরা আছি আপনার পাশে, সময়ে দুঃসময়ে" এই পতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে কুমিল্লায় বাজার মনিটরিং টিমের ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার সকালে কুমিল্লা বিসিক শিল্প নগরীতে মালাই সুইটস এন্ড বেকারীতে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, কুমিল্লা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: মুনতাসির মাহমুদ, সদর স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন ভুইয়া, নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সাকিব এবং জেলা পুলিশের একটি টিম।
উক্ত বাজার মনিটরিং অভিযানে মালাই সুইটস এন্ড বেকারীতে ইফতারি সামগ্রীতে নিষিদ্ধ রং মিশ্রনের অভিযোগে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
মালাই সুইটস এন্ড বেকারীতে ১০ কেজি রং মিশ্রিত খাদ্য ও ৫টি রং এর কৌটা জব্দ করে ধ্বংস করা হয়। মালাই সুইটস এন্ড বেকারীতে স্যাতস্যাতে ফ্লোর, অপরিচ্ছন্ন ও অপরিষ্কার খাবার রাখার স্থানের জন্য প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে।
মন্তব্য করুন