সাইদুর রহমান:
শনিবার সকালে কুমিল্লা তেলকুপি বাজারের শালুকমুরা রাস্তার উপর একটি পিকাপ গাড়িতে করে ১২ বস্তা চালের কুড়ার সাথে ২ বস্তায়
৩৮কেজি গাজাসহ এক ড্রাইভারকে আটক করেন, ছত্রখিল পুলিশ ফাড়ির ইনচার্জ ও সাব ইনস্পেক্টর পুলিশ মোঃ মোজাম্মেল হক।
আটককৃত ব্যাক্তি বানুশুয়া গ্রামের মোঃ বশির মিয়ার ছেলে সুজন মিয়া। ছত্রখিল পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন এবং সফল হন।
মন্তব্য করুন