নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা জিলা স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন উরিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
কুমিল্লা জিলা স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এ সময় বিদ্যালয়ের এর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
মন্তব্য করুন