নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের অডিটরিয়ামে কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা: আবদুল বাকী আনিছ, সাধারণ সম্পাদক মির্জা মো: কোরেশী, কোষাদক্ষ প্রবাল শেকড় মজুমদার মিঠু, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মন্জুর কাদের মনি সহ কার্যনিবাহী কমিটির অন্যান্য সদস্যরা।
উক্ত সভা শেষে কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্ঠা ও সভাপতি কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন নাসিং ইনস্টিটিউট এর বর্ধিত ভবনের শুভ উদ্ভোধন করেন এবং কুমিল্লা ডায়াবেটিক সমিতির নার্সিং ল্যাব পরিদর্শন করেন।
মন্তব্য করুন