নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৬নং জগন্নাথপুর ইউনিয়নের হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আদর্শ সদর উপজেলার আয়োজনে ও আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, আদর্শ সদর উপজেলা পরিষদের, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, জাতীয় শ্রমিকলীগ কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম মাষ্টার ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন সহ মহানগর ও উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং আদর্শ সদর উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন