বর্তমান প্রতিদিন ডেস্ক:
মিখাইল রাজভোজায়েভের বরাতে রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলের একটি তেল সংরক্ষণাগারের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে জানিয়েছেন , ড্রোন হামলায় এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্য মতে ড্রোন হামলার কারণে এমনটা হয়ে থাকতে পারে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর দিয়েছে।
তিনি বলেন, আগুনে এক হাজার বর্গ মিটার এলাকা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আধুনিক আকাশ প্রতিরক্ষা, কামান ও সাঁজোয়া যান ছাড়া বিমানবাহিনীর পক্ষে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। আমাদের শহরগুলো, গ্রামগুলো এবং যুদ্ধ ক্ষেত্রের সামনে ও পেছনে নিরাপত্তা দিতে এসবের দরকার।
গতকালের উমান শহরে রুশ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, শুক্রবার সকালের এই হামলায় চার শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, উমান শহরের ১০টি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ব্লক ধসে গেছে। এই ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন