বর্তমান প্রতিদিন ডেস্ক:
আইফোনের মত নতুন ফিচার গুগল নিয়ে আসছে। এই ইনবিল্ট ফিচারের জন্য ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ট্র্যাক করার জন্য সুবিধা পাবেন।
গুগল প্লে স্টোরে আছে Advertisements Find My Device নামের একটি অ্যাপ। এই অ্যাপ তখনই কাজ করে যখন ফোনের নেট চালু থাকবে। নেট বন্ধ থাকলে এটা কাজ করে না। গুগল এই সমস্যা দূর করার জন্য কাজ করেছে।
এখন নেট বন্ধ থাকলেও জানা যাবে ফোনের লোকেশন। এমনটাই জানিয়েছে গুগল। একটি নতুন ফিচার নিয়ে আসছে। এই ফিচার পুরোপুরি চালু হলে ফোনের নেট চালু না করেও খোঁজ পাওয়া যাবে।
মন্তব্য করুন