বর্তমান প্রতিদিন ডেস্ক:
রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ডে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া কার্যালয় সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গ্যা বলেন, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
তিনি আরও জানান, রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার। এটি ছিল হালকা শ্রেণির ভূমিকম্প।
মন্তব্য করুন