ব্রেকিং নিউজ

চাকরির প্রলোভনে আপত্তিকর কাজে বাধ্য করতেন.......

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ২৩, ০৫:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

দীর্ঘ ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন দণ্ডিত আসামি রাশেদাকে বন্দর নগরী চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২৩ মে ২০২৩) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। 

রাশেদা বেগমের (৪৫) প্রকৃত পেশা উঠতি বয়সী মেয়েদের চাকরির প্রলোভনে বাসায় নিয়ে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করাতেন। 

সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা রাশেদা বেগমকে আটক করা হয়েছে। ফটিকছড়ি উপজেলার মধ্যম খিরাম এলাকার মো. জামানের স্ত্রী রাশেদা। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ২০০৪ সালে প্রাণনাশের ভয় দেখিয়ে আটকে রেখে এক তরুণীকে যৌন কাজে বাধ্য করেন রাশেদা।

পরে ভুক্তভোগী ওই তরুণী সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার বাদী হয়ে থানা মামলা দায়ের করেন। প্রায় ১৯ বছর আগে এ মামলা করা হলেও আসামি রয়ে যান ধরা ছোঁয়ার বাইরে। 

আসামির অনুপস্থিতিতে আদালত বিচার প্রক্রিয়া শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানা যায়। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video