ব্রেকিং নিউজ

জাপানে আম রপ্তানি করবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : বুধবার, ২০২৩ ফেব্রুয়ারী ২২, ০৬:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক: 

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, জাপানে আম রপ্তানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে ও শিগগিরই দেশটিতে আম রপ্তানি করা শুরু হবে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি ২০২৩ ইং) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেছেন।

কৃষিমন্ত্রী জানান, বাংলাদেশের আম নিতে জাপানের আগ্রহ রয়েছে। রপ্তানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে। এ ব্যাপারে দুই দেশ একসঙ্গে কাজ করছে। শিগগিরই জাপানে আম রপ্তানি শুরু হবে। একইসঙ্গে অন্যান্য ফলমূল ও শাক-সবজি রপ্তানির সুযোগ তৈরি হবে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন ও কৃষিখাতে সহযোগিতা জাপান আরও বাড়াবে। 

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। 

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি জানিয়েছেন, কৃষিখাতে সহযোগিতা আরও বাড়াতে চায় জাপান। সেজন্য সমঝোতা স্মারক সই করতে চাচ্ছি। যাতে করে সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video