ব্রেকিং নিউজ

ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ সেপ্টেম্বর ১২, ০৩:৫৫ অপরাহ্ন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) মোড়ক উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির প্রকাশনা ‘স্টেট অব দ্য ডেভেলপমেন্ট : ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস’র মোড়ক উন্মোচন করেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩ইং) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতেই এটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। এসময় ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনাকে অবহিত করেছেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিজেএফবিকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় সংগঠনের নেতাদের খুঁজেছিলেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video