বর্তমান প্রতিদিন ডেস্ক:
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মাঝে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ জন এবং সিরিয়ায় ৫৮০০ জন মানুষের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পের ১২তম দিনে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। উদ্ধার হওয়া ঐ ব্যক্তির বয়স ৪৫ বছর। খবর আল জাজিরার।
গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর থেকে চলছে উদ্ধার অভিযান। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এরই সাথে সাথে চলছে উদ্ধার অভিযান এবং ত্রাণ সহায়তা।
মন্তব্য করুন