ব্রেকিং নিউজ

নকল বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, জরিমানা সাড়ে ৩১ লাখ টাকা


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ আগস্ট ২৫, ০১:৫৬ অপরাহ্ন
সংগৃহিত ছবি

বর্তমান প্রতিদিন ডেস্ক:

অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে র‌্যাব -১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ্যাবের একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে। সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।  

ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুত বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ভেজাল ভোজ্যতেল জব্দ ধ্বংস করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video