ব্রেকিং নিউজ

নতুন করে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ এপ্রিল ২৭, ০৪:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, চরাঞ্চলসহ যে সকল এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই সেসব এলাকায় নতুন করে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। আপাতত ২০টি চরে নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এসব বিদ্যালয় স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০২৩ইং) কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও জানিয়েছেন, এই কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই কলেজের আয়োজক কমিটি, কলেজের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভ কামনা জানাচ্ছি। আমরা যে যেখানেই থাকি শেকড়কে যেন ভুলে না যাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video