বর্তমান প্রতিদিন ডেস্ক:
অস্ট্রেলিয়ায় অবস্থিত নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের এক নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৭ মার্চ) সকালে মরা মাছগুলো নদীতে ভেসে উঠতে শুরু করে।
এ বিষয়ে নদী কর্তৃপক্ষ বলছে, চলমান দাবদাহের প্রভাবে ডার্লিং-বাকা নদীতে এমনটি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা বলছে এই শহরে একবারে এত মাছের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। তবে তিন বছর আগেও একবার এই শহরে প্রচুর মাছের মৃত্যু হয়েছিল।
শনিবার মেনিন্দিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলেও ধারনা করা হচ্ছে।
সূত্র : বিবিসি।
মন্তব্য করুন